শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

লাখাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৩ ০৮:৪৫:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

হবিগঞ্জের লাখাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা উপজেলা সরকারি, প্রতিষ্ঠান, সরকারী আধা সরকারী, স্বায়ত্তশাসিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা চত্বরে  কেন্দ্রীয় শহীদ মিনারে ও কৃষ্ণপুর বধ্যভূমিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, লাখাই প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

পরে দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

আলোচনায় অংশ গ্রহন করেন লাখাই থান ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, কৃষি কর্মকর্তা মইন উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, শহীদ পরিবারের সদস্য গাজী শাহজাহান চিশতি, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জ্যোতিরন্জন সিনহা , উপজেলা আওয়ামিলীগ সহসভাপতি আব্দুল মতিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গোলাম হায়দার মবিন, গীতা পাঠ করেন গৌতম

রায়।

পূর্বাহ্নে উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্টিত পুলিশ, আনসার, ভিডিপি,বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ছাত্র-ছাত্রী দের অংশগ্রহণে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি