শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

শাবিতে র‌্যাগিং: ১৬ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার

  • প্রকাশের সময় : ২৩/০৩/২০২৩ ১২:১০:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

র‍্যাগিংয়ের দায়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষার্থীকে হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছ।এর পাশাপাশি এক ছাত্রীকে মারধরের অভিযোগে প্রমাণিত হওয়ায় এক ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বুধবার সিন্ডিকেটের সিদ্ধান্তানুযায়ী, গত ফেব্রুয়ারিতে র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে নিষিদ্ধ করা হয়েছে। তারা শিক্ষাজীবনে হলে থাকতে পারবে না।

এছাড়া এক ছাত্রীর গায়ে হাত তোলায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।তাছাড়া অন্য একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি