বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

হবিগঞ্জে বাস চাপায় নারী নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : ২৩/০৩/২০২৩ ১১:৩৮:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় লুৎফা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত লুৎফা বেগম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে স্বামী আব্দুল গফুরের সাথে মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস লুৎফা বেগমকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।এ ঘটনায় উত্তেজিত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এসময় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য তারা আবেদন করেছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি