বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

লাখাইয়ে ১০৯ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

  • প্রকাশের সময় : ২৩/০৩/২০২৩ ১২:৫৯:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হবিগঞ্জের  লাখাইয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মাল্টি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০ ঘটিকায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদান মন্ত্রীর প্রোগ্রামটি দেখানো হয়েছে।

প্রধান মন্ত্রীর ভাষনের পুর্বাহৃে উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার,  ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

এসময় উপস্থিত  ছিলেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

তথ্য অনুযায়ী লাখাইয়ে ১৪৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১০৯ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি