শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

শাবিতে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২৩ ০৪:৫৫:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল বাস্তবায়নের  লক্ষ্যে ইনোভেশান কমিটির সহযোগিতায় ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার(১৯ মার্চ) মিনি অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর  ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যুগের সাথে আমাদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের যা করণীয় তা করতে হবে । জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গঠনে আমাদের ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. চৌধুরী আনাম রাশেদ।

সভাপতিত্ব করেন এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার  এবং  এপিএ কমিটির ফোকাল পয়েন্ট আ. ফ. ম মিফতাউল হক। কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি