বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে এ্যাম্বুলেন্স চালকদের অযৌক্তিক ধর্মঘটের সংবাদ বর্জন করলেন সাংবাদিকরা

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২৩ ০১:৪২:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হবিগঞ্জে রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। তবে তাদের দাবীকে অযৌক্তিক ও অনৈতিক উল্লেখ করে শ্রমিকদের ডাকা কর্মবিরতি ও তাদের সকল সংবাদ বর্জন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স চালকদের অমানবিকতার প্রতিবাদস্বরূপ গণমাধ্যমকর্মীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত নেন। 

শনিবার (১৮ মার্চ) রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক জরুরী সভায় শ্রমিক ইউনিয়নের ডাকা সংবাদ সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগরের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। 

কর্মবিরতি চলাকালে সম্প্রতি একজন সাংবাদিকের মায়ের মৃতদেহ বহন করেনি কোন এ্যাম্বুলেন্স। তাদের অযৌক্তিক দাবিগুলো না মানায় এ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। এ কারণে তারা লাশ বহনেও বাঁধা সৃষ্টি করছেন। এমনকি অন্যকোন গাড়ি দিয়ে রোগী পরিবহনেও বাঁধা দিয়ে আসছে।

সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমাদের সময় জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দেশ রূপান্তরের শোয়েব চৌধুরী, হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রতিদিনের বাণী সম্পাদক শাবান মিয়া, সাবেক সভাপতি ও সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজ্জামান, আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, যুগ্ম সম্পাদক একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, মানবকণ্ঠের প্রতিনিধি শরীফ চৌধুরী, শ্রীকান্ত গোপ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের স্টাফ করেশপন্ডেন্ট পাবেল খান চৌধুরী, জি টিভির প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, ক্রীড়া সম্পাদক ফয়সল চৌধুরী, লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, যায়যায় দিন প্রতিনিধি নুরুল হক কবির, এসএ টিভির প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি সাইফুর রহমান তারেক, বাংলাদেশ প্রতিদিনের জাকারিয়া চৌধুরী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, এম মুজিবুর রহমান, মঈন উদ্দিন আহমেদ, এম কাওছার আহমেদ, মোহাম্মদ নায়েব হোসেইন প্রমুখ।  

এদিকে শনিবার রাত নয়টায় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি করেছে। 

সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ভেতর থেকে সব অ্যাম্বুলেন্স (বেসরকারিভাবে পরিচালিত) সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় জেলা অ্যাম্বুলেন্স সমিতি। 

তারা শনিবার সন্ধ্যায় এক জরুরি সভা ডাকে। এ সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এর পরিপ্রেক্ষিতে সব শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।


সিলেট প্রতিদিন / সাকিব


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি