
কুলাউড়ায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জুয়েল সাদত সংবর্ধিত

কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৩-১৯ ০১:৩২:০১

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক, আমেরিকা প্রবাসী জুয়েল সাদতকে সংবর্ধনা প্রদান করেছে প্রেসক্লাব কুলাউড়া।
তিনি ১৮ মার্চ বিকেলে পৌরসভা হলরুমে প্রেসক্লাব কুলাউড়া আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের সাথে মিলিত হন।
এসময় জুয়েল সাদত বলেন, কুলাউড়ার ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ। কুলাউড়ার সাংবাদিকতাও বেশ সমৃদ্ধ। অনেক প্রতিভার জন্ম এই কুলাউড়ায়। সাংবাদিকতা, সমাজসেবা ও রাজনীতির মাধ্যমে বিশ্ব পরিমন্ডলে কেউ কেউ কুলাউড়াকে তুলে ধরছেন এবং সুনাম বৃদ্ধিতে সহায়তা করছেন। তিনি মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী দিনেও কুলাউড়াবাসীর পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তিনি বলেন, সংবর্ধিত ব্যক্তি জুয়েল সাদত আমেরিকায় থাকলেও তাঁর হৃদয়টা পড়ে থাকে এই দেশে। জন্মমাটি বৃহত্তর সিলেটের জন্য কিছু করাই তাঁর লক্ষ্য। নিরবে, নিভৃতে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস আগামী দিনেও তিনি কুলাউড়াবাসীর কল্যাণে আরও বেশি করে কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, জাসদের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন কোষাধ্যক্ষ খালেদ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, নির্বাহী সদস্য মুক্তাদির হোসেন, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাস, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, সমাজসেবক হাজী মারুফ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য শাহ আলম সুমন, আব্দুল আহাদ, নাজমুল বারী সোহেল, আশিকুল ইসলাম বাবু, মহি উদ্দিন রিপন, মানব ঠিকানার সংবাদকর্মী আব্দুল ছালিক, ইয়াছিনুল ইসলাম নাঈম প্রমূখ।
সংবর্ধিত অতিথি জুয়েল সাদতকে ফুলেল অভ্যর্থনার পাশাপাশি প্রেসক্লাব কুলাউড়া ও জুড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য