শনিবার, মার্চ ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

সরকারী নিবন্ধন নাম্বার ৯৩

Sylhet Protidin 24


কুলাউড়ায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জুয়েল সাদত সংবর্ধিত

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশ ২০২৩-০৩-১৯ ০১:৩২:০১
কুলাউড়ায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জুয়েল সাদত সংবর্ধিত

IT Factory Ad

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক, আমেরিকা প্রবাসী জুয়েল সাদতকে সংবর্ধনা প্রদান করেছে প্রেসক্লাব কুলাউড়া।

তিনি ১৮ মার্চ বিকেলে পৌরসভা হলরুমে প্রেসক্লাব কুলাউড়া আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের সাথে মিলিত হন।

এসময় জুয়েল সাদত বলেন, কুলাউড়ার ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ। কুলাউড়ার  সাংবাদিকতাও বেশ সমৃদ্ধ। অনেক প্রতিভার জন্ম এই কুলাউড়ায়। সাংবাদিকতা, সমাজসেবা ও রাজনীতির মাধ্যমে বিশ্ব পরিমন্ডলে কেউ কেউ কুলাউড়াকে তুলে ধরছেন এবং সুনাম বৃদ্ধিতে সহায়তা করছেন। তিনি মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী দিনেও কুলাউড়াবাসীর পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তিনি বলেন, সংবর্ধিত ব্যক্তি জুয়েল সাদত আমেরিকায় থাকলেও তাঁর হৃদয়টা পড়ে থাকে এই দেশে। জন্মমাটি বৃহত্তর সিলেটের জন্য কিছু করাই তাঁর লক্ষ্য। নিরবে, নিভৃতে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস আগামী দিনেও তিনি কুলাউড়াবাসীর কল্যাণে আরও বেশি করে কাজ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, জাসদের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন কোষাধ্যক্ষ খালেদ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, নির্বাহী সদস্য মুক্তাদির হোসেন, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাস, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, সমাজসেবক হাজী মারুফ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য শাহ আলম সুমন, আব্দুল আহাদ, নাজমুল বারী সোহেল, আশিকুল ইসলাম বাবু, মহি উদ্দিন রিপন, মানব ঠিকানার সংবাদকর্মী আব্দুল ছালিক, ইয়াছিনুল ইসলাম নাঈম প্রমূখ।

সংবর্ধিত অতিথি জুয়েল সাদতকে ফুলেল অভ্যর্থনার পাশাপাশি প্রেসক্লাব কুলাউড়া ও জুড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সিলেট প্রতিদিন/ এসএএম

Local Ad Space

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে: মির্জা...

এক উপজেলায় জীবিত হয়েও মৃতের তালিকায় ২৩০ জন...

সিলেটে হতে পারে শিলাবৃষ্টি

হবিগঞ্জে কয়েল মিলে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা...

সিলেটে ‘কিশোর গ্যাং’ ফের সক্রিয়

সিলেটের‘আকমল’পর্তুগালে সেরা তৃতীয়...

যে কারণে আজ রাতে সিলেটসহ সারাদেশ ১মিনিট থাকবে...

আজ ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস

রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ

শিক্ষার্থীদের অনুকরণ না করে উদ্ভাবন করতে হবে: ড....

রমজানে সিলেট বিভাগে যে কর্মসূচি দিল বিএনপি

সিলেট শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো...

প্রথম রোজায় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার...

জগন্নাথপুরে হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ...

অসহায়দের মধ্যে কামরান পরিবারের ইফতার বিতরণ

বক্সিংয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমসি কলেজের...

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস...

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা...

শ্রীমঙ্গলে প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায়...

সিলেটে বাংলাদেশ-সিসেলস ফুটবল সিরিজ শুরু...

পবিত্র রমজান উপলক্ষে ১১নং ওয়ার্ডে...

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ...

রোজায় সিলেটে বাহারি ইফতার

বিশ্বনাথ ‘বাসিয়া নদীতে’ বর্জ্য আছে পানি নাই!

শান্তিগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে...

মাংসের দোকানে ক্রেতা নেই, বেচাকেনাও অর্ধেক!

তাপমাত্রা বাড়তে পারে সারাদেশে, সিলেটে বৃষ্টি

আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে ৭ সুপারিশ গোয়েন্দাদের

কোম্পানীগঞ্জে বাবার হাতে ছেলে খুন

ছেলেবেলার রোজা যদি আবার ফিরে পেতাম!

দোয়ারাবাজারে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে বিষ প্রয়োগে ১৩ শকুনের মৃত্যু

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : সোয়া লাখ টাকা...

বিজ্ঞাপন স্থান