
বিজয় সমাজকল্যাণ সংস্থার নেতৃত্বে জনি-শিপন

শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৩-১৯ ০১:২৮:২৯

সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সম্মেলনের প্রথম অধিবেশনে সংস্থার সভাপতি মনোয়ার হোসেন হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মোঃ ফরিদ আহমেদ,মোঃ জসিম উদ্দিন,জিলাল উদ্দিন,দুলাল মিয়া,আশিকুর রহমান,সফিউল মৌলা রাজু,সিরাজুল ইসলাম,সুহেল চৌধুরী,নিধু দে,সিব্বির আহমদ,রিপন দে,সঞ্জয় শর্মা।
প্রথম অধিবেশন শেষে দুপুরে নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমদের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আবু সালেহ জনিকে সভাপতি ও শিপন আহমেদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে একরামুল হক সেলিম,সুজাত রহমান, মিলন আহমেদ,কবি আক্তার হোসেনের নাম ঘোষনা করা হয় এবং সংগঠনের সকল সদস্যদের নিয়ে দ্রুত পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য