শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

অভিষেক ম্যাচে হৃদয়ের হাফসেঞ্চুরি

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২৩ ০৪:৫৫:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

বাংলাদেশের ১৪০ তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া তৌহিদ হৃদয় নিজের প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন হাফসেঞ্চুরি করে।ব্যক্তিগত অর্ধশতক রান পূর্ণ করতে তিনি খরচ করেন মাত্র ৫৫ বল।

বাংলাদেশের দলীয় ৮১ রানে নাজমুল হোসেন শান্তের ৩য় উইকেট পতনের পর চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সাথে ১২৫ রানের পার্টনারশিপ করে অপরাজিত আছেন হৃদয়।

এর আগে,আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্ড্রু বালবার্নি।

প্রসঙ্গত,সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্টাইকার্সের হয়ে খেলেছিলেন। সেখানে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়। ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাট করে ৩৬ দশমিক ৬৩ গড়ে ৪০৩ রান করেছেন তৌহিদ হৃদয়। ফরম্যাটের সঙ্গে মিল রেখে তার স্ট্রাইকরেটও (১৪০ দশমিক ৪১) ছিল বেশ ইতিবাচক।

এর আগে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ বিশ্বকাপ জয়ের একাদশে ছিলেন হৃদয়। এরপরই তিনি জাতীয় দলের এইচপি দলের হয়ে খেলার সুযোগ পান।


সিলেট প্রতিদিন / এএস


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি