
সিলেটে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
হৃদয়ের ওয়ানডে অভিষেক

প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ ২০২৩-০৩-১৮ ০২:১১:৩৭

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দল এবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিশনে।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন আইরিশ দলপতি অ্যান্ডি বালবারনি।
টি-টোয়েন্টির পর আজ ওয়ানডেতেও অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। সদ্যঃসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হৃদয়। ১২ ইনিংসে ৩৬.৬৪ গড়ে তিনি করেছিলেন ৪০৩ রান। হৃদয়ের স্ট্রাইক রেট ছিল ১৪০-এরও বেশি। তাঁর চেয়ে বেশি রান করেছিলেন শুধু নাজমুল হোসেন শান্ত (৫১৬) ও রনি তালুকদার (৪২৫)।
দু’দলের আজকের একাদশ
আয়ারল্যান্ড : পল স্টারলিং, স্টিফেন দোহানি, অ্যান্ডি বালবারনি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকট্রেল, কুর্তিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাদাইর ও গ্রাহাম হুম।
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য