
ক্যানবেরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রতিদিন ডেস্ক
প্রকাশ ২০২৩-০৩-১৮ ০১:১৫:৩৪

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার(১৭মার্চ) জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোররা বঙ্গবন্ধুর ওপর বক্তব্য প্রদান, কবিতা আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করে। শিশুরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর মানবিকতা এবং শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার ওপর আলোকপাত করে।
এসময় শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর সহধর্মিনী রাসনা ফারুক সিদ্দিকী।এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড.দেওয়ান শাহরিয়ার ফিরোজ ও প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সব সময় বেঁচে থাকবে। বাংলাভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে বঙ্গবন্ধু কখনও আপোষ করেননি। বঙ্গবন্ধুর জীবন থেকে শিশুদের অনুপ্রেরণা নিয়ে মানব -দরদী হিসেবে বেড়ে ওঠার ওপর জোর দেন তারা।
এসময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির কামনা করে দোয়া ও মোনাজাত এবং নিজ নিজ ধর্মমতে মৌন প্রার্থনা করা হয়।
এছাড়া রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রদত্ত বাণী পাঠ করা হয়।এরআগে সকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফিরোজ জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য