শনিবার, মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্ন

সরকারী নিবন্ধন নাম্বার ৯৩

Sylhet Protidin 24


শাবির মেইন গেইটে নির্মিত হয়েছে স্পিডব্রেকার, কমেছে ঝুঁকি

দেলোয়ার হোসেন, শাবিপ্রবি

প্রকাশ ২০২৩-০৩-১৮ ১০:৪১:৫৪
শাবির মেইন গেইটে নির্মিত হয়েছে স্পিডব্রেকার, কমেছে ঝুঁকি

IT Factory Ad

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নির্মিত হয়েছে গতিরোধক(স্পিডব্রেকার)।

শনিবার(১৮ মার্চ) সকাল নয়টায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুপাশে তিনটি করে মোট ছয়টি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। ফলে এখন কমেছে গাড়ির গতি।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাবিহা সায়মন পুস্প বলেন, রাস্তায় স্পিডব্রেকার না থাকায় খুব দ্রুত গাড়ি চলাচল করতো। কয়েকদিন আগে এক জুনিয়র গাড়ি চাপায় আহত হয়। এ নিয়ে প্রক্টরকে কয়েকবার অনুরোধ করেছি স্পিডব্রেকার নির্মাণের দাবি জানিয়ে। এখন স্পিডব্রেকার হয়েছে। আশাকরি এখন শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের সামনের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সংস্কার কাজ চলছিল। এটি সওজ দায়িত্বাধীন। ফলে এখানে কিছু করার এখতিয়ার তাদের। যেহেতু প্রতিদিন এ সড়কের এ পাশ থেকে ওইপাশে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকেই পথ চলে থাকেন। আর যেহেতু এটি মহাসড়ক তাই এ রাস্তায় গণপরিবহণের গতি নিয়ন্ত্রণ আবশ্যক।

তিনি আরও বলেন, সড়ক সংস্কার কাজ শুরুর মাঝে আমি দায়িত্ব পেয়েছি। তারপর থেকেই যথাযথ কর্তৃপক্ষকে কয়েকবার বলেছি দ্রুত সময়ের মধ্যে গতিরোধক নির্মাণ করতে। গতকাল দুপুরে গতিরোধক চোখে পড়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগে চিঠি পাঠিয়েছি।যেহেতু এটি প্রধান ফটক সংলগ্ন স্থান তাই প্রতিদিন শিক্ষক শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। সওজ এখন গতিরোধক নির্মাণ করে দিয়েছেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফুটওভার ব্রিজও নির্মাণ করা হচ্ছে। আশা রাখছি, দ্রুতই এই ফুটওভার ব্রিজ চালু হবে। তখন ঝুঁকি আরও কমবে। সেই সাথে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার প্রতি আহবান থাকবে সড়ক পারাপারের সময় যেন সবাই সচেতন থাকে। 

উল্লেখ্য, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ চলছে। এরই অংশ হিসেবে সিলেট নগরীর আখালিয়া হতে কুমারগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাসংস্কার কাজে পিচ ঢালাইয়ের পরিবর্তে আরসিসি রড-সিমেন্ট-কংক্রিটের কার্পেটিং ব্যবহার করা হয়েছে।

পূর্বের পিচ ঢালাইয়ের রাস্তায় শাবিপ্রবির প্রধান ফটকসংলগ্ন এলাকায় স্পিডব্রেকার থাকলেও নতুন সংস্কার করা রাস্তায় কোনো স্পিডব্রেকার ছিল না। বেপরোয়া যান চলাচলের ফলে দেখা দিয়েছিল বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা।

স্পিডব্রেকারের সঙ্গে প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে জেব্রা ক্রসিং অতীব প্রয়োজন হয়ে উঠেছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা ।

সিলেট প্রতিদিন/ এমএ

Local Ad Space

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

সেহরির সময় মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ...

‘সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই, আমরা সবাই...

সিলেটে বন্যার্তদের পুনর্বাসনে ২৩ কোটি ডলার ঋণ...

সোনা পাচারকারীর পক্ষে পুলিশে ফোন দেওয়া সেই...

ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে: মির্জা...

এক উপজেলায় জীবিত হয়েও মৃতের তালিকায় ২৩০ জন...

সিলেটে হতে পারে শিলাবৃষ্টি

হবিগঞ্জে কয়েল মিলে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা...

সিলেটে ‘কিশোর গ্যাং’ ফের সক্রিয়

সিলেটের‘আকমল’পর্তুগালে সেরা তৃতীয়...

যে কারণে আজ রাতে সিলেটসহ সারাদেশ ১মিনিট থাকবে...

আজ ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস

রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ

শিক্ষার্থীদের অনুকরণ না করে উদ্ভাবন করতে হবে: ড....

রমজানে সিলেট বিভাগে যে কর্মসূচি দিল বিএনপি

সিলেট শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো...

প্রথম রোজায় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার...

জগন্নাথপুরে হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ...

অসহায়দের মধ্যে কামরান পরিবারের ইফতার বিতরণ

বক্সিংয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমসি কলেজের...

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস...

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা...

শ্রীমঙ্গলে প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায়...

সিলেটে বাংলাদেশ-সিসেলস ফুটবল সিরিজ শুরু...

পবিত্র রমজান উপলক্ষে ১১নং ওয়ার্ডে...

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ...

রোজায় সিলেটে বাহারি ইফতার

বিশ্বনাথ ‘বাসিয়া নদীতে’ বর্জ্য আছে পানি নাই!

শান্তিগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে...

মাংসের দোকানে ক্রেতা নেই, বেচাকেনাও অর্ধেক!

তাপমাত্রা বাড়তে পারে সারাদেশে, সিলেটে বৃষ্টি

আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে ৭ সুপারিশ গোয়েন্দাদের

কোম্পানীগঞ্জে বাবার হাতে ছেলে খুন

বিজ্ঞাপন স্থান