
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট পূনর্গঠন

কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০৩-১৭ ১২:৪৭:২৬

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট পূনর্গঠন করা হয়েছে। নূরুল মোহাইমীন মিল্টন (ইত্তেফাক)কে সভাপতি ও আব্দুর রাজ্জাক রাজা (যুগান্তর)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকায় শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্নগঠন করা হয়।
সভার শুরুতে সংগঠনের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে প্রথম পর্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ। পূর্বের কমিটি ভেঙ্গে সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে আব্দুর রাজ্জাক রাজাকে আহ্বায়ক করে ২য় পর্বে নতুন কমিটি গঠন করা হয়।
মুক্ত আলোচনায় সকল সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করে সর্বসম্মতিক্রমে নূরুল মোহাইমীন মিল্টন (ইত্তেফাক) কে সভাপতি, কামরুল হাসান মারুফ (যায়যায়দিন) সহসভাপতি, আব্দুর রাজ্জাক রাজা (যুগান্তর) সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন (ভোরের ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন (বাংলাদেশ বুলেটিন) প্রচার সম্পাদক, ফটিকুল ইসলাম রাজু (মৌমাছি কন্ঠ) কোষাধ্যক্ষ, মো. আহাদ মিয়া (দিনকাল) সাংস্কৃতিক সম্পাদক, সজিব দেবরায় (সময়ের আলো) দপ্তর সম্পাদক ও সদস্য মো. জমশেদ আলী (সংগ্রাম), মিজানুর রহমান (মুক্ত খবর), আব্দুস সালাম (বাংলাদেশ সমাচার) নির্বাচিত করা হয়।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য