শুক্রবার, ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

সরকারি নিবন্ধন নম্বর : ৯৩

Sylhet Protidin 24
Post Top Bottom Google Ad Code

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি এলেন শরিফুল

প্রতিদিন ডেস্ক

প্রকাশ ২০২৩-০৩-১৪ ০৪:০৭:১৯
স্বপ্ন পূরণ

IT Factory Ad

সব বিক্রি করে চার বছর আগে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। মাসখানেক আগে ছেলে জানালো ছুটিতে বাড়ি আসবে। ছেলে জানতে চাইল আমার জন্য কী আনবে? কিছুটা সংকোচ নিয়ে মনে জমে থাকা আশার কথা জানালাম। বললাম, তুমি যেদিন বাড়িতে আসবে তোমার সঙ্গে আমি ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়িতে আসতে চাই। ছেলে সেই কথা রেখেছে। কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না, আমার ছেলে আমার সেই স্বপ্ন পূরণ করেছে।’

সোমবার (১৩ মার্চ) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের কাঠাদুরো গ্রামের সৌদিপ্রবাসী ছেলে শরিফুল ইসলামের সঙ্গে বাড়ির পাশে হেলিকপ্টারে নেমে মা অলেকা বেগম এভাবেই কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন।

অলেকা বেগম আরও বলেন, আমরা খুব গরিব। আমার ছেলে স্বপ্ন পূরণ করে আমাকে যে আনন্দ দিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দোয়া করি আমার সন্তানকে আল্লাহ অনেক বড় করুক, অনেক ভালো রাখুক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অলেকা বেগমের পরিবার খুব কষ্টে দিনাতিপাত করত। ভাগ্যের চাকা ঘুরাতে জমিজমা সব বিক্রি করে একমাত্র ছেলেকে সৌদি পাঠান মা অলেকা বেগম। ছেলেকে বিদেশ পাঠানোর পর থেকে কিছুটা সচ্ছলতা আসতে থাকে পরিবারটিতে।

সোমবার ভোরে সৌদিপ্রবাসী শরিফুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই মা অলেকা, বোনজামাই শওকত মোল্যা, ছেলে তাজ বিমানবন্দরে হাজির হন।

এদিকে শরিফুল ইসলাম তার মাকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে আসবেন এ খবরে এলাকার হাজারো উৎসুক জনতা ভোর থেকেই তাদের বাড়ির আঙিনায় ভিড় জমাতে থাকেন। সকাল ১০টায় বেসরকারি বিমান সংস্থার একটি হেলিকপ্টারে রওনা হলেও ভুল তথ্য দেওয়ার কারণে পাইলট তাদের বহনকারী হেলিকপ্টার নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাটের কাঠাদুরো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবতরণের চেষ্টা করেন। পরে সেখান থেকে পাইলট আবার ঢাকায় ফেরত যান।

পরবর্তীতে এই প্রতিবেদকের মাধ্যমে লাইভ লোকেশন জেনে বিকেলের দিকে পুনরায় রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে সৌদিপ্রবাসী শরিফুল বাড়ির আঙিনায় মায়ের হাত ধরে হেলিকপ্টার থেকে নামেন।

সৌদিপ্রবাসী শরিফুল ইসলাম বলেন, শুধুমাত্র মায়ের ইচ্ছা পূরণের জন্যই হেলিকপ্টারে এসেছি। অর্থনৈতিকভাবে এতটা স্বাবলম্বী না হলেও মায়ের স্বপ্ন পূরণ করাটা আমার কাছে মুখ্য ছিল। শুধু আমি না, প্রতিটি সন্তানেরই উচিত বাবা-মাকে দেখাশোনার পাশাপাশি তাদের স্বপ্ন পূরণ করা। আমাদের দেওয়া ভুল লোকেশনের কারণে প্রথমে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। ঢাকায় ফেরার পর মা-ও বলেছিল হেলিকপ্টারে উঠেছি, এখন আমরা গাড়িতে চলে যাই। কিন্তু তখন আমার কাছে মনে হয়েছিল মা তো বাড়ির পাশে নামতে চেয়েছিল।

তাহলে টাকা যায় যাক, মায়ের ইচ্ছা পূরণ করবো। বাবা বেঁচে নেই। মা যতদিন বেঁচে থাকবেন এমনি করে সেবা করবো ইনশাআল্লাহ।

সিলেট প্রতিদিন/ এএস

Local Ad Space
Post Top Bottom Google Ad Code

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

হবিগঞ্জের ৪ আসনে ৪০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সৌম্যের ফেরা আর মাহমুদউল্লাহর না থাকার...


প্রধানমন্ত্রীর আসনে ৮ প্রার্থী


মনোনয়নপত্র জমা দিলেন ড. জয়া সেনগুপ্তা


তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ প্রার্থীকে...


সিলেট-৫ আসনে ৮জনের মনোনয়নপত্র দাখিল


পদত্যাগ করলেন সালাউদ্দিন


সিলেট-২ আসন মনোনয়ন দিলেন ফল ব্যবসায়ীসহ ১৪...


সুনামগঞ্জ-৫ আসনে লড়তে চান ১১ জন


কুলাউড়ায় কাঁদলেন এবং কাঁদালেন এমএম শাহীন


মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন ৩২ জন


সিলেটে কেমুসাস বইমেলার উদ্বোধন শুক্রবার


সিলেট-৩ আসনে শেখ জাহেদুর রহমান মাসুমের...


সিলেটের ৬ আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা


দক্ষিণ সুরমায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা


সপ্তম বারের মতো এমপি হতে মনোয়নপত্র জমা দিলেন...


মনোনয়ন দাখিল করলেন মোহাম্মদ জিল্লুর রহমান


মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুক...


লাখাইয়ে আ.লীগসহ দু’দলের মনোনয়ন পত্র দাখিল


সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারা প্রার্থীর...


সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি...


সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতা আটক


সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শমশের মবিন...


আবারো অবরোধ ডাকল বিএনপি


সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ:লীগের...


সিলেট-৪ মনোনয়নপত্র জমা দিলেন প্রবাসীকল্যাণ...


নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা...


সিলেট-৫ আসনে মনোনয়ন জমা দিলেন হুছামুদ্দীন...


সিলেট-২ আসনে নৌকার প্রার্থী শফিক চৌধুরীর...


শান্তিগঞ্জে বিজয় দিবস উদযাপনে উপজেলা...


৭ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ল গাজায়


মানবতাবিরোধী অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড


মুমিনুলের দুই উইকেটে অবশেষে অলআউট...


মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না রুয়েলের


দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ


বিজ্ঞাপন স্থান