
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটায় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ সংবাদদাতা:
প্রকাশ ২০২৩-০২-০২ ১২:১২:২২

নবীগঞ্জ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মুজ্জাকির আহমেদ নামে ব্যক্তিকে মোবাইল কোটে এক লক্ষ টাকা জরিমানা করেছেন।
বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহিন দেলোয়ার।
জানা যায়, শীত মৌসম এলে এক শ্রেনির মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা ও ইটভাটায় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। তারা মাটি মজুত করে রাখেন। এর ধারাবাহিকতা উপজেলার ৮নং সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব।
টিকাদার শেখ মোঃ শফিকুজ্জামান শিপন অভিযোগ করে বলেন সালামতপুর টু চৌশতপুর রাস্তার কাজের নির্মানাধীন চলাকালে অনেক ক্ষতি হয়।
খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় তিনি বালুমহালও মাটি ব্যবস্হাপনা আইন ২১০ এর সংলিষ্ট ধারায় এক জনকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,যারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করবে, তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট প্রতিদিন/ এসএএম

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য