শনিবার, মার্চ ২০২৩, ০১:৩২ অপরাহ্ন

সরকারী নিবন্ধন নাম্বার ৯৩

Sylhet Protidin 24


হবিগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে মামলা নিষ্পত্তির হার ১৩২.৪১

আবু হাসিব খান চৌধুরী পাবেল, হবিগঞ্জ

প্রকাশ ২০২৩-০২-০২ ১২:০৫:২৫
হবিগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে মামলা নিষ্পত্তির হার ১৩২.৪১

IT Factory Ad

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মচারীগণের ২০২২ সালে কর্মসম্পাদনের উপর বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ।

সভায় ২০২২ সনে মামলা দায়ের, নিষ্পত্তি, সাক্ষ্য গ্রহণসহ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিভিন্ন আদালত ও শাখার সম্পাদিত কার্যক্রমের পরিসংখ্যান প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ।

পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের শুরুতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে বিচারাধীন মামলা ছিল ১৬১৩১টি, উক্ত বছরে নতুন করে দায়ের ও প্রাপ্ত হয়েছে ১২৮৫৬টি মামলা, ফলে মোট মামলা সংখ্যা দাড়ায় ২৮৯৮৭টি। তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১৭০২৩টি মামলা। যেখানে দায়ের ও প্রাপ্তির তুলনায় নিষ্পত্তির হার ১৩২.৪১%। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ১১৯৬৪টি। একই সময়ে ১৮২৮২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

নেজারত শাখায় জারীর জন্য ৩৩২২টি সমন পাওয়া যায় এবং শতভাগ সমন অর্থাৎ ৩৩২২টি সমনই জারী করা হয়। নকল শাখায় ৬৯৬৫টি নকলের দরখাস্ত পাওয়া যায়, এর মধ্যে ৬১৫৫টি নকল প্রস্তুত করতঃ প্রদান করা হয় এবং ৭০৮টি দরখাস্ত বিভিন্ন কারণে খারিজ করা হয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নতুন ভবনে রেকর্ড রুম রেকর্ড গ্রহণের জন্য প্রস্তুত হলে জুন-২০২২ থেকে নিষ্পত্তিকৃত নথি গ্রহণ করা হয়। উক্ত সময়ে বিভিন্ন আদালত হতে ৯৪৬৬টি নথি রেকর্ড রুমে সংরক্ষণ করা হয়। ২০২২সালে ২৪৩৮টি ধ্বংস করা হয়েছে এবং ২৬৭৮টি নথি বিধি মোতাবেক ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সার্বিক কার্যক্রম মূল্যায়ন করা হয়। মূল্যায়নে ‘ম্যাজিস্ট্রেট অব দি ইয়ার’ হিসাবে মনোনিত হয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। তাদেরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট হিসাবে সার্বিকভাবে ভালো পারফরমেন্সের জন্য সাবেক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল আলীম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার, আজমিরীগঞ্জ চৌকি আদালতে কর্মরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ভূইয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

স্টাফ অব দি ইয়ার-২০২২ মনোনিত হয়েছেন নাজির শাকিল মিয়া এবং স্টাফ অব দি ইয়ার সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও স্টাফদের মধ্যে সার্বিকভাবে ভালো পারফরমেন্সের উপর ভিত্তি করে কম্পিউটার অপারেটর মোঃ জিয়াউল হক, স্টেনোগ্রাফার মোঃ মাসুদুর রহমান খান, স্টেনো-টাইপিস্ট পার্থ সারথি ভট্টাচার্য্য, বেঞ্চ সহকারী মোঃ ইমদাদুর রহমান ও মোঃ আব্দুল হামিদ, জারীকারক মোঃ আবুল হোসেন, ভারপ্রাপ্ত ক্যাশ সরকার হিসাবে পঙ্কজ কান্তি দাসকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সিলেট প্রতিদিন/ এসএএম

Local Ad Space

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

‘সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই, আমরা সবাই...

সিলেটে বন্যার্তদের পুনর্বাসনে ২৩ কোটি ডলার ঋণ...

সোনা পাচারকারীর পক্ষে পুলিশে ফোন দেওয়া সেই...

ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে: মির্জা...

এক উপজেলায় জীবিত হয়েও মৃতের তালিকায় ২৩০ জন...

সিলেটে হতে পারে শিলাবৃষ্টি

হবিগঞ্জে কয়েল মিলে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা...

সিলেটে ‘কিশোর গ্যাং’ ফের সক্রিয়

সিলেটের‘আকমল’পর্তুগালে সেরা তৃতীয়...

যে কারণে আজ রাতে সিলেটসহ সারাদেশ ১মিনিট থাকবে...

আজ ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস

রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ

শিক্ষার্থীদের অনুকরণ না করে উদ্ভাবন করতে হবে: ড....

রমজানে সিলেট বিভাগে যে কর্মসূচি দিল বিএনপি

সিলেট শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো...

প্রথম রোজায় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার...

জগন্নাথপুরে হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ...

অসহায়দের মধ্যে কামরান পরিবারের ইফতার বিতরণ

বক্সিংয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমসি কলেজের...

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস...

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা...

শ্রীমঙ্গলে প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায়...

সিলেটে বাংলাদেশ-সিসেলস ফুটবল সিরিজ শুরু...

পবিত্র রমজান উপলক্ষে ১১নং ওয়ার্ডে...

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ...

রোজায় সিলেটে বাহারি ইফতার

বিশ্বনাথ ‘বাসিয়া নদীতে’ বর্জ্য আছে পানি নাই!

শান্তিগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে...

মাংসের দোকানে ক্রেতা নেই, বেচাকেনাও অর্ধেক!

তাপমাত্রা বাড়তে পারে সারাদেশে, সিলেটে বৃষ্টি

আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে ৭ সুপারিশ গোয়েন্দাদের

কোম্পানীগঞ্জে বাবার হাতে ছেলে খুন

ছেলেবেলার রোজা যদি আবার ফিরে পেতাম!

বিজ্ঞাপন স্থান