শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

কলেজের নামাঙ্কিত জমিদার মদন মোহন দাসের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : ০১/০২/২০২৩ ১১:৩৫:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা যোগেন্দ্র মোহন দাস ও মোহিনী মোহন দাসদ্বয়ের পিতা মদন মোহন দাসের ৯৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার মেঘনা এ/৩৯ মির্জাজাঙ্গালস্থ তাঁরই জন্ম ভিটায় উত্তরসূরী সুখেন্দু বিকাশ দাস শংকরের বাসভবনে এ জন্ম বার্ষিকী পালন করা হয়।

মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানূ অর্জ্জুনের সভাপতিত্বে কলেজের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী নাট্যজন অরিন্দম দত্ত চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন দাসের উত্তরাধিকার সুখেন্দু বিকাশ দাস শংকর।

সভায় বক্তব্য রাখেন অধ্যাপক জয়ন্ত দাস, অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, অধ্যাপক মঞ্জুর হোসেন, অধ্যাপক জয়দ্বীপ দাস, অধ্যাপক সম্পদ কুমার সরকার, অধ্যাপক বিপ্রেশ রায়, অধ্যাপক ধ্রুবরাজ চৌধুরী, অধ্যাপক বিপ্লব রায়, বিভাস রায়, গৌতম দে, হাবিবুর রহমান, চান মিয়া, ঝন্টু কর, তোতা মিয়া প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা  যোগেন্দ্র মোহন দাসের নাতি শান্তনু কুমার দাস, ধ্রুব গৌতম প্রমূখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি