শনিবার, মার্চ ২০২৩, ০১:১৪ অপরাহ্ন

সরকারী নিবন্ধন নাম্বার ৯৩

Sylhet Protidin 24


ওসমানীতে চালু হচ্ছে হার্ট ফেইলিওর কর্ণার ও শিশু হৃদরোগ ইউনিট

প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ ২০২৩-০২-০১ ১১:১০:২৫
ওসমানীতে চালু হচ্ছে হার্ট ফেইলিওর কর্ণার ও শিশু হৃদরোগ ইউনিট

IT Factory Ad

সিলেট বিভাগের মধ্যে সর্বপ্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে যাচ্ছে হার্ট ফেইলিওর কর্ণার ও শিশু হৃদরোগ ইউনিট। এক্ষেত্রে বেশি উপকৃত হবে গরীব ও অসহায় রোগীরা।

সংশ্লিষ্ট চিকিৎসক জানান, হার্ট ফেইলিওর বা হার্ট ফেল একটি জটিল সমস্যা যেখানে হার্টের পাম্পিং ক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। যার ফলে হার্ট শরীরের বাকি অংশে যথেষ্ট পরিমানে রক্ত সরবরাহ করতে পারেনা। অবিলম্বে চিকিৎসা না হলে যার কারণেু মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্বে হার্ট ফেইলিওর এর রোগী বেড়েই চলছে।

সারাবিশ্বে সাড়ে ৬ কোটি মানুষ হার্ট ফেইলিওর এ আক্রান্ত। বাংলাদেশেও এই রোগীর সংখ্যা অনেক বেশী। হার্ট ফেইলিওর এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। ঘনঘন হাসপাতালে ভর্তি হওয়ার কারনে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছুর রহমান জানান, হার্ট ফেইলিওর কর্ণার হচ্ছে বহির্বিভাগে হার্ট ফেইলিওর রোগীদের ফলো-আপ করা এবং যেসব রোগীদের হার্ট ফেইলিওর এর ঝুঁকি রয়েছে তাদের চিহ্নিত করে হার্ট ফেইলিওর নিয়ন্ত্রণ করতে সহায়তা করা এবং অন্তঃবিভাগে কর্নার করে আলাদাভাবে হার্ট ফেইলিওর চিকিৎসা প্রদান।

এতে হার্ট ফেইলিওর রোগীদের নিয়মিত ফলো-আপ করে তাদের ঔষধের মাত্রা ঠিক করা হবে। এছাড়া যেসব কারণে হাসপাতালে ভর্তির ঝুঁকি বাড়ে যেমন- রক্তশুন্যতা, রক্তে লবন কমে যাওয়া, ইনফেকশন ইত্যাদি নির্ণয় করে চিকিৎসা দেওয়া হবে।

তিনি জানান, হার্টের সার্জারীসহ চিকিৎসা সিলেটে সম্ভব নয়। এখানে হার্টের বাইপাস সার্জারী, ভাল্ব বদলানো, জন্মগত হৃদরোগের সার্জারী ইত্যাদি বিষয়ে সঠিক এবং সময়মতো পরামর্শ দেওয়া হবে। এতে ঘনঘন হাসপাতালে ভর্তি হওয়া কমানো সম্ভব।

এছাড়া আন্তঃবিভাগে হার্ট ফেইলিওর চালুর কারণে আলাদাভাবে গুরুত্ব সহকারে হার্ট ফেইলিওর রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে। হার্ট ফেইলিওর কর্নার এর কারণে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের পাশাপাশি রাষ্ট্রের চিকিৎসা ব্যয়ও বহুলাংশে কমে যাবে। সিলেটে হৃদরোগে আক্রান্ত শিশু রোগী সবসময় পাওয়া যাচ্ছে এবং প্রতিবছর এর সংখ্যা বাড়ছে। শিশু হৃদরোগ যেমন জটিল তেমনি তার চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনাও ব্যয়বহুল। গরীব রোগীদের পক্ষে এই চিকিৎসা ব্যয় বহন করা কঠিন।

হাসপাতালে শিশু হৃদরোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড না থাকায় রোগীরা বিচ্ছিন্নভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এই প্রথম ওসমানী হাসপাতালের ১৬নং ওয়ার্ডে ১০ শয্যাবিশিষ্ট শিশু হৃদরোগ ইউনিট চালু হতে যাচ্ছে, যেখানে হৃদরোগে আক্রান্ত শিশুরা একটি নির্দিষ্ট স্থানে এসে চিকিৎসা নিতে পারবে। এখানে রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসা প্রদান করা হবে।

ছাড়া জটিল রোগী হলে ঢাকায় চিকিৎসার ব্যাপারে সঠিক পরামর্শ দেয়া যাবে। এছাড়া দেশের মধ্যে অনেক সংস্থা আছে যারা বিনা খরচে শিশু রোগীদের অপারেশনের ব্যবস্থা করে থাকে। কিন্তু জানার অভাবে সেই সুযোগ থেকে রোগীরা বঞ্চিত হন। শিশু হৃদরোগ ইউনিট সেই সংস্থাগুলোর সাথে সমন্বয় করে শিশু হৃদরোগীদের বিনা খরচে অপারেশনের ব্যবস্থা করবে। এছাড়া গর্ভকালীন সময়ে অপুষ্টি, রক্তশূন্যতা, ডায়াবেটিস, অপ্রয়োজনীয় ঔষধ খাওয়া, রুবেলা টিকা গ্রহনসহ গর্ভকালীন সঠিকভাবে নিজের যত্ন নেয়ার ব্যপারে পরামর্শ দিয়ে শিশু হৃদরোগ প্রতিরোধে সাহায্য করবে।

সিলেট প্রতিদিন/ এসএএম

Local Ad Space

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

সিলেটে বন্যার্তদের পুনর্বাসনে ২৩ কোটি ডলার ঋণ...

সোনা পাচারকারীর পক্ষে পুলিশে ফোন দেওয়া সেই...

ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে: মির্জা...

এক উপজেলায় জীবিত হয়েও মৃতের তালিকায় ২৩০ জন...

সিলেটে হতে পারে শিলাবৃষ্টি

হবিগঞ্জে কয়েল মিলে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা...

সিলেটে ‘কিশোর গ্যাং’ ফের সক্রিয়

সিলেটের‘আকমল’পর্তুগালে সেরা তৃতীয়...

যে কারণে আজ রাতে সিলেটসহ সারাদেশ ১মিনিট থাকবে...

আজ ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস

রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ

শিক্ষার্থীদের অনুকরণ না করে উদ্ভাবন করতে হবে: ড....

রমজানে সিলেট বিভাগে যে কর্মসূচি দিল বিএনপি

সিলেট শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো...

প্রথম রোজায় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার...

জগন্নাথপুরে হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ...

অসহায়দের মধ্যে কামরান পরিবারের ইফতার বিতরণ

বক্সিংয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমসি কলেজের...

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস...

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা...

শ্রীমঙ্গলে প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায়...

সিলেটে বাংলাদেশ-সিসেলস ফুটবল সিরিজ শুরু...

পবিত্র রমজান উপলক্ষে ১১নং ওয়ার্ডে...

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ...

রোজায় সিলেটে বাহারি ইফতার

বিশ্বনাথ ‘বাসিয়া নদীতে’ বর্জ্য আছে পানি নাই!

শান্তিগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে...

মাংসের দোকানে ক্রেতা নেই, বেচাকেনাও অর্ধেক!

তাপমাত্রা বাড়তে পারে সারাদেশে, সিলেটে বৃষ্টি

আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে ৭ সুপারিশ গোয়েন্দাদের

কোম্পানীগঞ্জে বাবার হাতে ছেলে খুন

ছেলেবেলার রোজা যদি আবার ফিরে পেতাম!

দোয়ারাবাজারে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন স্থান