শুক্রবার, ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন

সরকারি নিবন্ধন নম্বর : ৯৩

Sylhet Protidin 24
Post Top Bottom Google Ad Code

শাবির লোকপ্রশাসনের নতুন বিভাগীয় প্রধান ড. আশরাফ সিদ্দিকী

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ ২০২৩-০২-০১ ০৮:১৬:৫২
ড. আশরাফ সিদ্দিকী

IT Factory Ad

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী।

বুধবার(১লা ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার জানান, লোকপ্রশাসন বিভাগের বর্তমান প্রধান অধাপক ড. মোঃ শফিকুল ইসলামের দায়িত্ব শেষ হওয়ায় একই বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকীকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

বিভাগীয় প্রধানের দায়িত্ব পাওয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, বিভাগীয় প্রদানের দায়িত্ব প্রদান করায় উপাচার্য মহোদয়কে শ্রদ্ধাসহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্রধান লক্ষ্য, শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগকে শুধু এ বিশ্ববিদ্যালয়েই নয়, সমগ্র বাংলাদেশে যেন একটি অন্যতম রোলমডেল হিসেবে দাঁড় করাতে পারি। আর তাতে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য, আমার সহকর্মী ও প্রাণ প্রিয় শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি।

তিনি আরও বলেন, শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগ কেবল পড়াশোনাতেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে অনেকবার। এছাড়ায় শিক্ষার্থীদের গবেষণায় উদ্ভুদ্ধকরণ ও বিভাগে শিক্ষা বিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শিকভাবে গড়ে তুলতে কাজ করে যাবো।

প্রসঙ্গত, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ১৯৮০ সালে যশোর জেলার অন্তর্গত মনিরামপুর থানার দিঘিরপাড় গ্রামে জম্মগ্রহণ করেন। তার পিতা স্বাধীনতা পরবর্তীসময়ে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আশরাফ সিদ্দিকী পরিবারের ছয়ভাই ও তিনবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। নিজগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে তার প্রথম শিক্ষাজীবন শুরু হয়। একই গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। এরপর ১৯৯৭ সালে এই কলেজ থেকে ৮২০ নাম্বার পেয়ে যশোর শিক্ষাবোর্ডে মেধাতালিকায় স্থান লাভ করে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হন। তারপর ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন তিনি। সেখানে অনার্স ও মাস্টার্সে ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ১ম চেষ্টাতেই ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন আশরাফ সিদ্দিকী। তবে একই সময়ে শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগে প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় আর পুলিশে যোগদান করেন নি তিনি।

এরপর ২০১৪ সালে উচ্চ শিক্ষার্থে বেলজিয়াম সরকার কর্তৃক প্রদত্ত ভিলিরিয়াস স্কলারশিপ নিয়ে সে দেশের এন্টেয়র্প বিশ্ববিদ্যালয় থেকে ‘গভার্ন্যান্স এন্ড ডেভলপমেন্ট’ বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর আবার বিভাগে যোগদান করে সহযোগী অধ্যাপক পদে পদন্নোতি লাভ করেন তিনি।

তার পরের বছরই অস্ট্রেলিয়ান সরকারের পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়ে নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে ‘দূর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগে ফিরে আবারো এখানে অধ্যাপনা শুরু করেন। এ যাবতকালে তার লেখা প্রকাশনা নিবন্ধের সংখ্যা প্রায় পঁচিশটির মত। যার ১৮টি আন্তর্জাতিক।

এছাড়াও তিনি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রকাশনা সংস্থার রিভিউয়ার ও এডিটর হিসেবে কাজ করছেন।

সিলেট প্রতিদিন/ এমএনআই

Local Ad Space
Post Top Bottom Google Ad Code

বিজ্ঞাপন স্থান


পুরাতন সংবাদ খুঁজেন

ফেসবুক পেইজ

হবিগঞ্জের ৪ আসনে ৪০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সৌম্যের ফেরা আর মাহমুদউল্লাহর না থাকার...


প্রধানমন্ত্রীর আসনে ৮ প্রার্থী


মনোনয়নপত্র জমা দিলেন ড. জয়া সেনগুপ্তা


তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ প্রার্থীকে...


সিলেট-৫ আসনে ৮জনের মনোনয়নপত্র দাখিল


পদত্যাগ করলেন সালাউদ্দিন


সিলেট-২ আসন মনোনয়ন দিলেন ফল ব্যবসায়ীসহ ১৪...


সুনামগঞ্জ-৫ আসনে লড়তে চান ১১ জন


কুলাউড়ায় কাঁদলেন এবং কাঁদালেন এমএম শাহীন


মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন ৩২ জন


সিলেটে কেমুসাস বইমেলার উদ্বোধন শুক্রবার


সিলেট-৩ আসনে শেখ জাহেদুর রহমান মাসুমের...


সিলেটের ৬ আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা


দক্ষিণ সুরমায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা


সপ্তম বারের মতো এমপি হতে মনোয়নপত্র জমা দিলেন...


মনোনয়ন দাখিল করলেন মোহাম্মদ জিল্লুর রহমান


মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুক...


লাখাইয়ে আ.লীগসহ দু’দলের মনোনয়ন পত্র দাখিল


সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারা প্রার্থীর...


সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি...


সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতা আটক


সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শমশের মবিন...


আবারো অবরোধ ডাকল বিএনপি


সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ:লীগের...


সিলেট-৪ মনোনয়নপত্র জমা দিলেন প্রবাসীকল্যাণ...


নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা...


সিলেট-৫ আসনে মনোনয়ন জমা দিলেন হুছামুদ্দীন...


সিলেট-২ আসনে নৌকার প্রার্থী শফিক চৌধুরীর...


শান্তিগঞ্জে বিজয় দিবস উদযাপনে উপজেলা...


৭ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ল গাজায়


মানবতাবিরোধী অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড


মুমিনুলের দুই উইকেটে অবশেষে অলআউট...


মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না রুয়েলের


দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ


বিজ্ঞাপন স্থান