
ধর্মপাশায় শিশুদের সাথে আনন্দ উৎসব

ধর্মপাশা প্রতিনিধি
প্রকাশ ২০২৩-০২-০১ ০৬:৩৪:০৭

সুনামগঞ্জের ধর্মপাশায় শিশুদের সাথে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ গণমিলনায়তন হলরুমে এর আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপির অর্থায়নে এর বাস্তবায়ন করেন পার্টিসিপেটরী একশন ফর রুরাল ইনোভেশন (পারি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান মো.গোলাম ফরিদ খোকা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপির স্পন্সারশীপ কর্মকর্তা সুমন কুবি, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।
পরে কেক কাটা ও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সিলেট প্রতিদিন/ এএস

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য