শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

সিলেট আইডিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ০১/০২/২০২৩ ০৬:০৪:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শ নাগরিক তৈরির বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির প্রধান হাতিয়ার হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা শুধু ব্যক্তি জীবনকে আলোকিত করে না, বরং গোটা সমাজকে করে আলোকিত। এদের মাধ্যমেই জাতির আশা-আকাঙ্খার সফল বাস্তবায়ন সম্ভব হয়। তিনি আদর্শ ও সুনাগরিক তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল কলেজের নবিন বরণ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট আইডিয়াল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো: আশরাফুল জাহান।

কলেজের প্রভাষক দেওয়ান আছকির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট আইডিয়াল কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো: নুরুর রহমান।

বক্তব্য রাখেন, কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদ বিন আব্দুল্লাহ, খুররম আজাদ, প্রভাষক আল-আমীন, শামসুদ্দোহা, রিমা চৌধুরী, সাদিকুর রহমান, আখলাকুল আম্বিয়া।

ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির তারিন ও হাসান আহমদ, একাদশ শ্রেণির আরোহী আক্তার ও এনাম আহমদ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবুল হাসান। অনুষ্ঠানের শুরুতে নবিন শিক্ষার্থীতের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


সিলেট প্রতিদিন / এএস


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি