বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

মিশিগান প্রবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংলাপ

  • প্রকাশের সময় : ৩১/০১/২০২৩ ০১:০৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

যুক্তরাষ্ট্রের মিশিগানে কর্মরত বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা ও প্রাপ্তি  শীর্ষক সেমিনার শনিবার (২৮ জানুয়ারি) রাতে হ্যামট্রামিক সিটির কাবাব হাউজে কমিউনিটির সঙ্গে মিশিগান বাংলা গণমাধ্যমকর্মীদের সংলাপ অনুষ্ঠিত হয়।

বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ সাহেদুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় শুরতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

মিশিগানে  কর্মরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বাংলাদেশী আমেরিকান রাজনীতিবিদ, চাকুরীজীবি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সেমিনারে তাদের মতামত তুলে ধরেন ।

আগত অতিথিরা জানান,প্রবাসে বসবাসরত মানুষের জীবন- জীবিকা ও আর্থসামজিক উন্নয়ন,দেশীয় সংস্কৃতি, নিজেদের অধিকার ও বাস্তবায়নে বাংলা সংবাদ মাধ্যম অগ্রনী ভূমিকা পালন করছে। নিজ মাতৃভুমি তথা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীরা জানতে পারছে এখানে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার প্রকৃত চিত্র।

সংলাপে বক্তারা আরো উল্লেখ করেন,অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করতে পারলে সমাজের অনেক অসংগতি উঠে আসবে পাশাপাশি এদেশের মূলধারার রাজনীতি খবর প্রকাশ করলে পরবর্তী প্রজন্ম এগিয়েেআসতে সাহায্য করবে।

সাংবাদিকসহ কমিউনিটি থেকে মতামত তুলে ধরেন হ্যামট্রামেক সিটির মেয়র প্রোটেম কামরুল হাসান,বিএডিসির সাবেক সভাপতি ড.নাজমুল হাসান শাহীন, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ ট্রাস্টি কামাল রহমান, লুুৎফুর রহমান, চিটাগং ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন মিশিগানের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলর আবু আহমেদ মুসা,বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সভাপতি আহবাব আহমেদ শামীম, ওয়ারেন সিটির বোর্ড অফ রিভিউ এর ভাইস চেয়ার ফয়সল আহমেদ, সৈয়দ আলী রেজা,  মাহবুব রাব্বি খান, সমজিদ আলম, শাহাব উদ্দিন, মিনহাজ রাসেল চৌধুরী, জুবেরুল ইসলাম চৌধুরী খোকন,  কাজী এবাদ,জালাল চৌধুরী,মুজিব আহমেদ মনির, ফিরোজ আলী, তাহিরা লস্কর, ফেরদৌসী জায়গিরদার, ফারজানা ডালিয়া সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি