শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা সমাপ্ত

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২৩ ০৯:৪৩:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হবিগঞ্জের বানিয়াচংয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সমাপ্ত হয়েছে। 

সোমবার (২৩ জানুয়ারি) এল আর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২ দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিবুর রহমানের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও দৈনিক কান্ট্রি টুডে উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ।

উপজেলায় বিভিন্ন ইভেন্টে ১৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি