
আজমিরীগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ ২০২২-১২-০৪ ১১:২৭:২০

আজমিরীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমি'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা বনী আমিন খান, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা রাশেদুল হাসান, কাজল চৌধুরী, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেকা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, আজমিরীগঞ্জ থানার এসআই আল আলাওল, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজাসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা সকলের সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রত্যাশা করেন এবং বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট প্রতিদিন/ ইকে

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য