
সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ ২০২২-১২-০৪ ০৬:৫২:৪৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে তথ্য অধিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ন কাজ। সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এই চুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে। জনগনের করের টাকায় আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তাই সকলের তথ্য পাওয়ার অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। সবাইকে নিজ কাজে সৎ, স্বচ্ছ এবং সময়নিষ্ঠ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিম এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হক।
সিলেট প্রতিদিন/ ইকে

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য