বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

মাধ্যমিকের ফলাফল: জগন্নাথপুরে এগিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ২৮/১১/২০২২ ০৬:১৭:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সুনামগঞ্জের জগন্নাথপুরে সারা দেশের ন্যায় সোমবার প্রকাশিক ফলাফলে উপজেলার এসএসসিতে ৩০টি শিক্ষা প্রতিষ্টানে ২২৭৫ শিক্ষার্থী ও দাখিল পরীক্ষার ১৮টি শিক্ষা প্রতিষ্টানে ৭১৩ শিক্ষার্থীর রেজাল্টেএ স্কুলের চেয়ে মাদ্রাসা এগিয়ে রয়েছে। 

জগন্নাথপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩০টি বিদ্যালয় থেকে মোট ২ হাজার ২শত ৭৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৯১০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, অকৃতকার্য ৩৬৫জন শিক্ষার্থী।

পাসের হার ৮৩ দশমিক ৯৬ এবং ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৭৯টি।  উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭১৩ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৫৯৯ জন কৃতকার্য ও ১১৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৮৪ দশমিক ০১। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানে জিপিএ-৫ চাঁর জন শিক্ষার্থী পেয়েছে। এবার জগন্নাথপুরে স্কুলের থেকে মাদ্রাসার ফলাফল ভাল হওয়ায় মাদ্রাসার অভিভাবকরা খুশি হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোখলেছুর রহমান জানান, স্কুল ও মাদ্রাসা মিলিয়ে এবার ভাল ফলাফল হয়েছে। স্কুল ও মাদ্রাসা মিলিয়ে জিপিএর-৫ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি