
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন সিলেটে

প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ ২০২২-১১-২৪ ০১:০৩:৪২

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন সিলেটে। বুধবার (২৩নভেম্বর) ভোরে সিলেট এসে পৌঁছেছে।থাকবে আগমী ১ ডিসেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাসে ১ আগস্ট থেকে যাত্রা শুরু হয়েছে এই জাদুঘরের। সারাদেশের বিভিন্ন স্টেশন ঘুরে এবার সিলেটে এসেছে।
জানা যায়, সিলেটে ভ্রাম্যমান রেল জাদুঘরটি প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সী লোকজন ভাম্যমান জাদুঘর পরিদর্শন করছেন বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম।
সরেজমিনে দেখা যায়, দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সুদৃশ্য অপরূপ ইন্টেরিয়র ডিজাইন। অসামান্য কারুকাজ। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফুলবাগান। রয়েছে পাঠাগারও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে গড়া শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।
ভ্রাম্যমাণ এই জাদুঘরে প্রবেশ করেই দর্শনার্থীরা পরিচিত হবেন জাতির পিতার শৈশবের দিনগুলোর সঙ্গে। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে অধিকার আদায়ের সংগ্রামে অবর্ণনীয় নির্যাতনের চিত্র, মিথ্যা মামলা ও কারাভোগের করুণ দলিল। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা, যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ জানা যাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে তৃণমূলের মানুষকে জানানোর জন্য রেলের এ উদ্যোগ ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সিলেট প্রতিদিন/ এমএ

বিজ্ঞাপন স্থান
পুরাতন সংবাদ খুঁজেন
বিজ্ঞাপন স্থান
ফেসবুক মন্তব্য