রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে রঞ্জিত সরকারের জিডি

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২২ ০৬:২৫:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
60

জঙ্গী হামলার হুমকীতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা জজ ১ম আদালতের অতিরিক্ত পিপি রঞ্জিত চন্দ্র সরকার এডভােকেট।

তিনি বুধবার (৯ নভেম্বর) সিলেট কোতােয়ালী মডেল থানায় এই সাধারণ ডায়েরী করেন।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন গত ৭ নভেম্বর তারিখে পত্রিকার একটি সংবাদে তিনি দেখতে পান জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারী কলেজের স্নাতক (সম্মান) ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগীবাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিস জঙ্গীরা যাকে ইসা নামে চেনে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। আদালতের কাছে দেয়া তার স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে সে আমার উপর হামলার ছক একেছে। সে মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছে।

এমন সংবাদে তিনি হতবাক জানিয়ে বলেন, আমার সন্দেহ হচ্ছে জঙ্গী সংগঠনসহ আমার যেকোন প্রতিপক্ষ আমার জীবন নাশ সহ যেকোন ক্ষতি সাধন করতে পারে। তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলােচনা ও পরামর্শ করে ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি