শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

সিকৃবি অফিসার পরিষদ নির্বাচনে বিজয়ী শোয়েব-সালাহ উদ্দীন প্যানেল

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২২ ০৯:২০:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অফিসার পরিষদ নির্বাচন ২০২২-এ গণতান্ত্রিক অফিসার পরিষদ মনোনীত শোয়েব-সালাহ উদ্দীন পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। অফিসার পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব ও সাধারণ সম্পাদক হিসেবে ড. সালাহ উদ্দীন আহমদ নির্বাচিত হয়েছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের নিচতলায় অফিসার পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই নির্বাচন উপলক্ষ্যে সিকৃবি ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ তৈরি হয়। ভোটকেন্দ্রে ভোট দিতে সকাল থেকে প্রায় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

অফিসার পরিষদের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়া, সহ-সভাপতি মো. মাকছুদার রহমান, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. অশোক বিশ্বাস, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শিপলু রায়, সমাজ কল্যান সম্পাদক আবদুল্লাহ আল ফরহাদ আখন্দ, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক খলিলুর রহমান ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা ইলিয়াস এবং নির্বাহী সদস্য হিসেবে নাজমুন নাহার শারমিন, প্রকৌ. মো. কামাল হোসেন মোল্লা, ডা. ফখর উদ্দিন ও মো. মফিজুল হক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. বদরুল ইসলাম শোয়েব বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিলেট প্রতিদিনকে বলেন, ‌যেহেতু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা- বোনের সম্ভ্রমের  বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই আমাদের প্রধান লক্ষ্য হবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সোনার বাংলা বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখা। সেই সাথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি