বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

মিশিগানে শেষ হলো বার্ষিক সকার (ফুটবল) টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২২ ১২:২৬:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী বংশোদ্ভূত প্রজন্মদেরকে নিয়ে মিশিগানের ইউথ স্পোর্টস ক্লাবের আয়োজনে সকার( ফুটবল) ফিল্ডে খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮সেপ্টেম্বর) ওয়ারেন কমিউনিটি সেন্টারের এ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্টে মোট ৫ টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পায়।পয়েন্ট তালিকায় শীর্ষে ২টি দল ডেট্রয়েট এফ. সি. ও টাইগার্স এফ. সি ফাইনাল খেলার জন্য উত্তীর্ণ হয়।

খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচটি অমিমাংসিত হয়, তারপর পেনাল্টি শুট আউট এর মাধ্যমে ডেট্রয়েট এফ. সি চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ডেট্রয়েট এফ.সি,মিশিগান ইউনাইটেড, টাইগার্স এফ.সি.ডেট্রয়েট অ্যাভেঞ্জার্স, ওসল্টি এফ.সি টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

মিশিগান টাইগার্স ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা দেলোয়ার আনসার জানান,আমরা চেষ্টা করছি এখানে বেড়ে ওঠা আমাদের প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশ করাতে।যদি তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তোলা যায় তাহলে তাদের শারিরীক ও মানসিক বিকাশে অনেক সহযোগিতা হবে।আগামীতে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনসহ এবারের টুর্ণামেন্ট পরিচালনায় সহযোগিতা জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি