সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

শাবিতে এফইএস বিভাগে নার্সারি প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২২ ০৫:৫২:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের আয়োজনে নার্সারি প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা শীর্ষক ৫দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ে অধিকতর ইন্নয়ন প্রকল্প চলমান। যে কোন টেকসই উন্নয়ন পরিবেশকে উপেক্ষা করে হতে পারে না।সেজন্যই বিম্ববিদ্যালয়কে পরিবেশ গত সুরক্ষার সকল দিক বিবেচনায় রেখে ইতোমধ্যে ৫০ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।এ বছরও আরো ৩০ হাজার গাছ রোপন করা হবে। ভালো মানের গাছের চারা বনায়নে গুরুত্বপূর্ন।এ বিশ্বদ্যিালয়ে নার্সারী স্থাপিত হলে এ বিশ্ববিদ্যালয় দারুন ভাবে উপকৃত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, ডিন, প্রফেসর ড. স্বপন কুমার সরকার, বাংলাদেশ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.তৌফিকুল ইসলাম, ইউএস বন সার্ভিসের কম্পাস প্রোগ্রামের প্রোগ্রাম লিডার ড. আবু মোস্তফা কামাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড.মো.কামরুজ্জামান চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.রুমেল আহমেদ এবং সঞ্চালনা করেন প্রফেসর ড.ফারজানা রায়হান।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি