শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেলে হামলা: আত্মসমর্পণ করলো আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : ০৮/০৮/২০২২ ০২:২০:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো.আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (৮আগস্ট) সকালে তিনি আত্মসমর্পণ করেন।

মো.আব্দুল্লাহ (এ এইচ আব্দুল্লাহ) সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা ও নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা। 

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ। তিনি বলেন, ‘মামলার আসামি আব্দুল্লাহ আজ সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন। এর আগে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছিল।’

উল্লেখ্য ,গত ৩১ জুলাই রাতে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনার পর হামলায় জড়িত দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুটি মামলা করে। দুটি মামলায় এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত রাখা হয়। 

উদ্ভূত পরিস্থিতিতে, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, কলেজ ও হাসপাতাল প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিলেও অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে বুধবার (৩ আগস্ট) বেলা ২টায় ২০ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজ সকাল ১০ টা পর্যন্ত  আন্দোলন সাময়িক স্থগিত করেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি