বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শান্তিগঞ্জে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : ০৮/০৮/২০২২ ০১:০১:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্ম ও জীবন নিয়ে আলোচনা সভা, দুস্থ-অসহায়, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভাটি অনুুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস।

মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, তথ্যসেবা কর্মকর্তা শাপলা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, ইসলামিক ফাউণ্ডেশনের এমসি মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। 

আলোচনা সভার পর দুস্থ-অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


সিলেট প্রতিদিন / এম আর এম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি