বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৮/০৮/২০২২ ১২:০৮:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

এমনিতে ৩৬ ডিগ্রির উপরে তাপমাত্রা। সারাদিন এমন তালপাকা গরমে অতিষ্ঠ নাগরিক জীবন। এরমধ্যে আবার লাগামহীন লোডশেডিং! কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। তারই বহিঃপ্রকাশ দেখা গেলো সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনা রোববার ( ৭ আগস্ট ) রাতের। সারাদিন দফায় দফায় অসহনীয় লোডশেডিংয়ে মানুষ রীতিমতো ত্যাক্ত বিরক্ত ছিলেন। এরমধ্যে আবার সন্ধ্যায় একদফা লোডশেডিং শেষে রাত ১০টায় আবার বিদুৎ চলে যায়। সাথে সাথে ক্ষেপে উঠেন সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকার সাধারণ মানুষ। তারা ছুটে আসেন রাস্তায়।

লোডশেডিংয়ের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে একসময় বটরতল এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ জনতা। তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন।

এসময় সিলেট-তামাবিল সড়কে প্রচন্ড যানজট দেখা দেয়। রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

ত্রিশ মিনিট পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে রাস্তা থেকে সরে যান বিক্ষুব্ধরা। ইতিমধ্যে পুলিশ ও সেখানে উপস্থিত হয়। বর্তমানে বটরতল এলাকায় একদল পুলিশ সদস্য অবস্থান করছেন।

মিরাপাড়া এলাকারই বিক্ষুব্ধ কলেজ ছাত্র হোসাইন আহমদ মোবাইলে সিলেট প্রতিদিনকে জানান, সারাদিন অসহ্য গরম এবং দফায় দফায় লোডশেডিং। সন্ধ্যার পর একবার আবার রাত ১০টার পর বিদ্যুৎ চলে যায়। আমাদের জীবন-যাপন কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়েছে। ১/২ ঘন্টার লোডশেডিং এখন ১০/১২ ঘন্টা ছাড়িয়ে গেছে। তাই মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। বিদ্যুৎ আসার পর তারা আবার নিজের ঘরে ফিরে গেছেন।

সার্বিক পরিস্থিতি শান্ত বলেও জানান অপর কয়েকজন প্রত্যক্ষদর্শী।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি