শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

‘হাওয়ায় এখনও দোল খাচ্ছি’

  • প্রকাশের সময় : ০২/০৮/২০২২ ০৪:২১:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

১৯৯৫ সালে মঞ্চনাটকে অভিনয় করতে গিয়ে তানভীন সুইটি নাট্যজন আবদুল্লাহ আল মামুনের চোখে পড়েন। এরপর নাট্যজন আবদুল্লাহ আল মামুন তার পরিচালিত ‘স্পর্ধা’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে মনোনীত করেন সুইটিকে। এ নাটকের মাধ্যমে মঞ্চে নতুনরূপে আবির্ভূত হন এ অভিনেত্রী। এরপর একে একে মঞ্চে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি।

একসময় মঞ্চ থেকে টিভি নাটকের পথে হাঁটতে শুরু করেন। অগণিত নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণি এই অভিনেত্রী। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি সুইটি উপস্থাপনা কিংবা বিজ্ঞাপনেও দেখিয়েছেন তার পারদর্শিতা।

বর্তমান সময়ে অভিনয়ে কিছুটা কম দেখা গেলেও বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা মিলেছে তার। সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এমনকি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও জড়িত তিনি।

সদ্য মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা ২৯ জুলাই মুক্তির দিন দেখে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার অভিমত।

তিনি লেখেন, ‘হাওয়া’ সাদা সাদা কালা কালা...। দেখলাম আজকে, হাওয়ায় এখনও দোল খাচ্ছি। মুগ্ধ হয়ে দেখলাম সিনেমাটা। মাঝ সমুদ্রে আট জেলের জীবনের গল্প। দুর্দান্ত সাহস নিয়ে ছবিটা বানানো হয়েছে আমাদের দর্শকদের জন্য। ছবির দৃশ্যগুলো এখনও চোখের সামনে ভাসছে। চানু মাঝি’র ভয়ংকর ডায়লগ ‘কি ভয় পাইছিস’।

তিনি আর লেখেন, ‘চঞ্চল চৌধুরী এক কথায় অসাধারণ, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসের উদ্দিন খান, রিজভী,বাবুল বোস, মাহামুদ আলম অসাধারণ অভিনয় করেছে সবাই। কামরুল এইচ সরকার কী দেখালে বন্ধু মাথা নষ্ট, মেজবাউর রহমান সুমন আমার সবচেয়ে পছন্দের ডিরেক্টর, তার প্রতিটা কাজই আমার পছন্দ, সুমন মুগ্ধ হয়ে দেখেছি। শুভকামনা রইল টিম হাওয়া’র জন্য। বাংলা সিনেমার জয় হোক। দর্শক আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন।’


সিলেট প্রতিদিন / এএস


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি