সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজারে মারামারি, দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনায় ৪টি মামলার এজাহার ভুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন আলমকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে আটক করছে জৈন্তাপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের বিশেষ টিম সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক উপজেলার উপরশ্যামপুর হাওরের বাড়ীর নাজমুল ইসলামের ছেলে শাহীন আলমকে (৩৩) আটক করা হয়।
পুলিশ আরও জানায়, জৈন্তাপুর থানার হরিপুর বাজারের মারামারি, দোকান ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে দায়িত্ব পালনকারী পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক পৃথক ভাবে দায়ের করা ৪টি মামলার এজাহারভুক্ত আসামী শাহীন।
এদিকে,রোববার (৩১ জুলাই) সকাল ১১টায় শাহীন আলমকে পুলিশ এসল্ট মামলাসহ ৪টি মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, শাহীন আলমের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলাসহ ৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে শাহীনকে গ্রেফতার করা হযেছে। আজ রোববার ৪টি মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।