শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ র‌্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২২ ০৮:৫৯:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ এক আলাচনা সভা ও উন্মাক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাে.বশির উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মাসুদ,উপজলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.ক আজাদ ভূঁইয়া,উপজলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম,জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক পার্থ রঞ্জন চক্রবর্তী, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরর উপ-সহকারী আব্দুল মালেক মৎস্যচাষি শফিকুল ইসলাম,মজিদ আলী।

অনুষ্ঠানে মৎস্যচাষিদের মধ্যে ৩জনকে পুরস্কার প্রদান করা হয়।পরে উন্মাক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি