বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডে এমপি মানিকের চাল বিতরণ

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২২ ০৯:০৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

ছাতক পৌর সভার ৭ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরীর উদ্যোগে বন্যা দুর্গত মানুষের জন্য এসব চাল বিতরণ করা হয়।

শনিবার (২৫জুন) দুপুরে ওয়ার্ডের ১২ শ লোকজনের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক  উদ্ভোধন করেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এ সময় ওয়ার্ডের ১২ শ লোকজনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কালীবাড়ি মন্দির এলাকায় চাল বিতরণী অনুষ্ঠানে ছাতক পৌরসভার সাবেক মেয়র, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী,রফিকুল ইসলাম কিরণ,এরশাদ আলী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চৌধুরী সুমন, ইশতিয়াক তানভীর,সদস্য কালিদাস পোদ্দার, সাব্বির আহমেদ,পৌর কাউন্সিলর আফরোজ মিয়া, মহিলা কাউন্সিলর নুরেছা বেগম, রত্না রানী  মালাকার, যুবলীগ নেতা কুহিন চৌধুরী,ইকবাল হোসেন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন, আমতর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুহিবুর রহমান মানিক এমপি এ সময় বলেন,যে কোন  প্রাকৃতিক দুর্যোগ ধৈর্য্যের সাথে মোকাবিলা করতে হবে। জেলার মধ্যে ছাতক- দোয়ারাবাজারের মানুষ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। মানুষ খাদ্যের জন্য এখন ছোটাছুটি করছে। এ অঞ্চলের মানুষদের খাদ্যের চাহিদা মেটাতে শুধু মাত্র সরকারের হাতের দিকে চেয়ে থাকলে হবেনা।দুর্গত মানুষের সহযোগিতায় সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।

এদিকে শুক্রবার বিকেলে মুহিবুর রহমান মানিক এমপি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বিনন্দপুর, চরমহল্লা ইউনিয়নের আশাকাচর, চানপুর, টেটিয়ারচর ও কামারখাল গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি