শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

রেহানা, জয়, পুতুল এবং ববিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২২ ১১:১৩:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে উঠে যেন তিনি একসঙ্গে অনেকগুলো মুহূর্তকে ধারণ করেছিলেন। পদ্মা সেতু নিয়ে তার পরিবারের ওপর যে কুৎসিত অপপ্রচার সেই অপপ্রচারের জবাব তিনি যেমন দিলেন, তেমনি এই পদ্মা সেতুই যেন তার জবাব।

আর এই শুভক্ষণে তিনি তাদের প্রতি ধন্যবাদ জানালেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বললেন যে, আমার ছোট বোন শেখ রেহানা, আমার ছেলে সজীব ওয়াজেদ, আমার মেয়ে সায়মা ওয়াজেদ, রেদওয়ান মুজিব ববিকে আমি ধন্যবাদ জানাই। পদ্মা সেতু নিয়ে তারা কুৎসিত আক্রমণের শিকার হয়েছিল, তাদেরকে অপবাদ দেয়া হয়েছিল, নোংরা অপপ্রচার করা হয়েছিল।

একই সাথে প্রধানমন্ত্রী এই সেতু নির্মাণের বিভিন্ন পর্যায়ে অপপ্রচারে যারা ক্ষতবিক্ষত হয়েছিল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তার উদ্বোধনী ভাষণে বলেন যে, এই সব অপমানের জবাব পদ্মা সেতু।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি