বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

যুবলীগের টিটুকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ২১/০৬/২০২২ ১২:২৬:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার পানি কমার সাথে সাথে সবাইকে আরো বেশী সতর্ক হতে হবে। বিদ্যুৎ লাইন থেকে সব থেকে নিজেকে দূরে থাকতে হবে। বন্যার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, আমার যুবলীগের কর্মী টিটু চৌধুরী সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়ে নিজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল। তাই সবাইকে এরকম দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ জুন) সিলেটে সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘লো-ফ্লাইং মুডে’ হেলিকপ্টার থেকে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর সকাল ১০টার দিকে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় সোয়া দুই ঘণ্টা তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং বন্যা মোকাবিলায় বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি