বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে কলেজছাত্রী আটক

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২২ ০৬:০৭:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে কলেজপড়ুয়া এক ছাত্রী আটক হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, চাঁদপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী বেলা ১টার দিকে বুথে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ১ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মারা যাওয়ার পর পদটি শূন্য ঘোষণা করা হয়। ওই পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্ডে ২ হাজার ৩১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ১১৬৮ জন। ভোটকেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্র এখন ভোট গণনা চলছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি