বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

প্রবীণ ব্যবসায়ী হাজী মো.আব্দুর রহমানের ইন্তেকাল

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২২ ০৫:০২:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

দক্ষিণ সুরমার ষ্টেশন রোডের বিউটি মাইক এন্ড ব্যাটারী হাউজের স্বত্বাধিকারী, সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের সাবেক মুতওয়াল্লী, হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সিলাম জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার সূরা কমিটির সদস্য সমাজসেবী হাজী মো. আব্দুর রহমান (আফজল হোসেন) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)।

শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৪ কন্যা রেখে গেছেন। 

মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাগ্নে ফরহাদ আহমদ। পরে তাকে পশ্চিমপাড়া পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ব্যবসায়ী জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সর্বস্থরের মানুষ অংশ নেন। 

এদিকে, প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মো.আব্দুর রহমানের ইন্তেকালে সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি  মো.মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, নগরীর সুরমা টাওয়ারের এমডি ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, গোয়াইনঘাট এম সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, লাউয়াই নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি