বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

সংক্রমণ কমে যাওয়ায় বিধিনিষেধ শিথিল হচ্ছে

  • প্রকাশের সময় : ২১/০১/২০২২ ০৪:৪৯:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ কমে আসছে যুক্তরাজ্যে। তাই করোনার চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

এ বিষয়ে সংসদে দেওয়া এক ভাষণে বরিস জনসন বলেন, আগামী সপ্তাহ থেকে আর মাস্ক পরতে হবে না। ওমিক্রন সংক্রমণ এখন শীর্ষ স্তরে পৌঁছে গেছে। এ কারণে নতুন করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা কম। তাই আগামী ২৭ জানুয়ারি থেকে মাস্ক না পরলেও চলবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ওয়ার্ক ফ্রম হোম’রর সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। এবার অফিসে এসেই কাজ করতে পারবেন কর্মীরা।

তিনি আরও বলেন, আমাদের বিজ্ঞানীরা মনে করছেন, ইতোমধ্যে কোভিডের তৃতীয় ঢেউ ছুঁয়ে ফেলেছে ব্রিটেন। অতি দ্রুত ও বিপুল পরিমাণে কোভিডের বুস্টার টিকা দেওয়ার পরে আমরা আত্মবিশ্বাসী, এবার পরিস্থিতি ঠিক হবে। আমরা প্ল্যান বি-এর নিয়মকানুন সঠিকভাবে মানতে পেরেছি, সেই কারণেই এখন প্ল্যান-এ তে ফিরে যাবো। আগামী ২৬ জানুয়ারি শেষ হচ্ছে প্ল্যান-এ’র মেয়াদ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি