শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

আড়াইহাজারে গণপিটুনিতে তিন যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৩/০১/২০২২ ১১:২৮:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোররাতে হাইজাদী ইউনিয়নের ইলুমদী আমবাগ এলাকায় রাস্তার পাশে জমি থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তুল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল (৩৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম ও নবী হোসেন।

তবে নিহতদের স্বজনরা জানিয়েছেন, তারা কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল না। তবে কে বা কারা তাদের নৃসংসভাবে হত্যা করেছে তা বলতে পারেনি। তাদের মধ্যে মফিজুল ও জহিরুল লেগুনা গাড়ির চালক ছিলেন বলে স্বজনরা জানান।

অপরজনের সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। প্রতিটি মরদেহের মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, কে বা কারা রাতের আঁধাতে তাদের হত্যা করেছে তা এখনোই বলা যাচ্ছে না। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তদন্ত চলছে দ্রুত সময়ের মধ্যে কারণ নির্ণয় করা সম্ভব হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি