বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

শাবিতে ছাত্রলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ১০/০১/২০২২ ০৫:১২:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকায়। বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (১০জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দর‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বঙ্গবন্ধু চত্বর হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সমাজবিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাবেক সদস্য মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা তারেক হালিমী।

রসায়ন বিভাগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, শামীম রানা সহ শাবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি