শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি নেতৃবৃন্দের সাথে ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : ০৪/১২/২০২১ ০৭:৫৬:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সাথে ব্যাটারিচালিত রিক্স- ইজিবাইক বৈধভাবে নগরীতে চলাচলের দাবিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। 

শনিবার সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ আব্দুল কাইয়ুম জালালী পংকী’র কার্যালয়ে মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট ও দুর্ভোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই। 

মতবিনিয়কালে পংকী বলেন, মালিক-শ্রমিকদের পরিবার পরিজনসহ সকল দিক বিবেচনা করে বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। তিনি বলেন, কিছু অদক্ষ ড্রাইভারের কারণে দুর্ঘটনা ঘটছে। সেদিকে মালিক শ্রমিক সচেতন হওয়ার পরামর্শ তিনি। 

এ সময় মালিক শ্রমিক নেতৃবৃন্দ ৬ দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি আব্দুল কাইয়ুম জালালী পংকীর কাছে পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে শহিদ বক্স, ইদ্রিস আলী, শাহ আব্দুল কুদ্দুস, আব্দুল গনি, মোঃ আরাফাত, মো. দুলাল, ছারওয়ার আহমদ, আনিসুর রহমান খান, শফিক মিয়া, আজিবুর রহমান, আব্দুল আহাদ, আবুল কালাম, সাইফুল ইসলাম প্রমুখ। 

এদিকে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি পেশ করেছেন। 

স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক মালিক-শ্রমিকগণ বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে ব্যাটারিচালিত রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। নগরীতে প্রায় ১৫/২০ হাজার মানুষের আয়ের উৎস ব্যাটারিচালিত রিক্সা। তাই দীর্ঘদিন ধরে নগরীতে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে দাবী জানিয়ে আসছেন শ্রমিক-মালিক নেতৃবৃন্দ। কিন্তু বৈধতা না দিয়ে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। 

মানবিক দিক বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদন দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি