বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

মানিক-মতিউর মনোনয়ন বাণিজ্য করেছেন : মুকুট

  • প্রকাশের সময় : ০৩/১২/২০২১ ১১:৫৭:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন- প্রথম নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়েছে। কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়েছে। সেই মনোনয়ন বাণিজ্য করেছেন আপনাদের এমপি মহিবুর রহমান মানিক।

জেলা আওয়ামলীলীগের সভাপতি মতিউর রহমান দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসেছিলেন। যখন নির্বাচনের তারিখ ঘোষণা দেয়া হয় তখন তিনি মনোনয়ন বাণিজ্য করার জন্য ঢাকায় চলে আসেন। উনি (মতিউর রহমান) ঢাকায় এসে মহিবুর রহমান মানিক বিমানবন্দরে কাগজপত্র স্বাক্ষর নেন এবং উনাকে একটি বড় বান্ডিল (টাকা) উপহার দেয়। সমাবেশে নুরুল হুদা মুকুটের এমন বক্তব্যে সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে নানা সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ছাতক পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান রাজনীতি ও মনোনয়ন বাণিজ্যের ব্যাপারে নুরুল হুদা মুকুট আরও বলেন, আজকে আমরা আওয়ামীলীগ করি। আমরা ৯১-৯৬ পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামীলীগকে প্রটেকশন দিয়েছে। আওয়ামীলীগের পাশে ছিলাম। রাজপথ গরম করেছিলাম, বিএনপিকে মোকাবেলা করেছিলাম। তখন মহিবুর রহমান মানিকসহ তাদের কাউকে রাজপথে দেখি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করে এই জেলা আওয়ামলীগকে সংঘটিত করেছি।

৯১-৯৬ পর্যন্ত জহুর সাহেব ছিলেন সভাপতি আমি ছিলাম সাধারণ সম্পাদক। তখন কোনো মনোনয়ন বাণিজ্য হয় নাই। কিন্তু এবার যে মনোনয়ন বাণিজ্য হয়েছে সব কালের সব দুর্নীতিকে তারা পেছনে ফেলে দিয়েছে। তারা প্রমাণ করেছে টাকা ছাড়া কোনো কাজ হয় না। টাকা ছাড়া কোনো মনোনয়ন দেয়া যাবে না, নৌকার প্রতীক দেয়া যাবে না।

জননেত্রী শেখ হাসিনা সততার রাজনীতি করেন। তিনি ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করেন। তিনি বলেছেন আমি সৎভাবে বাঁচতে চাই। মানুষের উপকার করতে চাই। সৎভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই। কিন্তু উনার চামচারা এমপি হিসেবে উনি যাদের মনোনয়ন দিয়েছেন সেই চামচারা সরকারের বদনাম করছে। আমাদের জননেত্রী শেখ হাসিনার বদনাম করছেন। পরিকল্পনামন্ত্রীর বদনাম করছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি