বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ বিতরণ উদ্বোধন

  • প্রকাশের সময় : ২৮/১১/২০২১ ০৭:০৪:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরের বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টায় কৃষি প্রণোদনার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব। এ সরকারের আমলেই এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং বিদেশেও রপ্তানী হচ্ছে। সরকার কৃষিক্ষেত্রে বিপুল পরিমাণ ভর্তুকী দিচ্ছে কৃষি এবং কৃষককে উন্নত করতে।

আগামী বৈশাখী ফলন যাতে করে ভালো হয় সে ক্ষেত্রে বীজতলা থেকেই কৃষককে সতর্ক থাকতে হবে। কৃষকের সকল সমস্যা সমাধানে উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা/কর্মচারী অত্যন্ত তৎপর রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৪ হাজার ১শ’ কৃষাণ-কৃষাণীর মাঝে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি