বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে পানি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশের সময় : ২১/১১/২০২১ ১০:২৩:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নলকূপ থেকে পানি নেয়াকে কেন্দ্র করে দুই গোষ্টির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ নভেম্বার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার নয়াগড় গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত রনুয়ার (২৮) ওই গ্রামের নূর আহমেদের ছেলে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু হানিফ জানান, ওই গ্রামের নূর আহমেদের বাড়িতে উপজেলা প্রশাসনের দেয়া একটি ৯০০ ফুটের নলকূপ রয়েছে। রোববার দুপুরে প্রতিবেশি চুনু মিয়ার পরিবারের এক শিশু ওই নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় নূর আহমেদের পরিবারের এক শিশু বাধা দেয়।

বিষয়টি নিয়ে দুই পরিবারের বড়দের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে উভয় পক্ষের আত্মীয়-স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রনুয়ারের বুকে একটি টেঁটাবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, লাশ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি