মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:০২ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন সব আরোহী

  • প্রকাশের সময় : ২০/১০/২০২১ ০৬:৩৬:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
2

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগেই তারা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। খবর সিএনএনের।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বোস্টনগামী দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে গাছপালা ও ঝোপঝাড় ছিল বলে জানা গেছে। বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

চাটার্ড ওই বিমানের মালিক জেমস অ্যালান কেন্ট নামে এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি